• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
‘উহান থেকে আগামী ১৪ দিনে কাউকে ফিরিয়ে আনা হবে না'

সংগৃহীত ছবি

জাতীয়

‘উহান থেকে আগামী ১৪ দিনে কাউকে ফিরিয়ে আনা হবে না'

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ জানুয়ারি ২০২০

চীনের উহান প্রদেশ থেকে আগামী ১৪ দিনে কাউকে ফিরিয়ে আনা হবে না। করোনা ভাইরাস রোধে সর্বোচ্চ সতর্ক রয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

আজ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আরো জানান, বাংলাদেশে অবস্থানরত চীনের নাগরিকদের প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে। 

চীনে নভেল করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে। আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল হেলথ কমিশন। 

পরিস্থিতি সামাল দিতে চীনে চান্দ্রনববর্ষের ছুটি তিন দিন বাড়ানো হয়েছে। এরই মধ্যে উহানে ১৬০০ স্বাস্থ্যকর্মী পাঠিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া পর্যটনের জন্য নাগরিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এদিকে, এই ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীকে শনাক্তের কথা জানিয়েছে কম্বোডিয়া। এ নিয়ে চীন ছাড়াও বিশ্বের অন্তত ১৩টি দেশে ৫০  জনেরও বেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

আক্রান্ত হওয়ার ১৪ দিনের মধ্যে নভেল করোনাভাইরাস বংশবৃদ্ধি করে। তাই অসুস্থতার লক্ষণ প্রকাশের আগেই তা ছড়িয়ে পড়তে পারে অন্যদের শরীরে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads