• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

জাতীয়

৬ষ্ঠ জনশুমারী ও গৃহগণনা হবে ২০২১ সালের জানুয়ারিতে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০২০

২০২১ সালের প্রথম সপ্তাহেই শুরু হচ্ছে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার মূল কার্যক্রম। ৭ দিনব্যাপী এই শুমারী ২রা জানায়ারি শুরু হয়ে শেষ হবে ৮ই জানুয়ারি।

আজ সোমবার বিকেলে, পরিকল্পনা মন্ত্রনালয়ে ঢাকা বিভাগের জনশুমারি নিয়ে মত বিনিময় সভা হয়। সভায় জানানো হয়, এবারের জনশুমারিতে প্রথমবারের মত বাংলাদেশি নাগরিকের পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের শুমারির গণনায় আনা হবে।

শুমারির তথ্য সংগ্রহ করা হবে মাল্টিমোড পদ্ধতিতে। গণনাকারি ও সুপারভাইজার নিয়োগ করা হবে প্রতিযোগিতামুলক পরীক্ষার ভিত্তিতে। তবে, অগ্রাধিকার পাবেন স্থানীয় যুব সম্প্রদায়। যথাযথ সময়ের মধ্যে একটি বিশ্বমানের জনশুমারি করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads