• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
সেন্টমার্টিনে ট্রলারডুবি: আরো দুই মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

জাতীয়

সেন্টমার্টিনে ট্রলারডুবি: আরো দুই মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ ফেব্রুয়ারি ২০২০

কক্সবাজারের সেন্টমার্টিনে রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবির ঘটনায় আরো দু’জনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাগরে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানায় কোস্টগার্ড।

ট্রলারডুবির ঘটনায় এ নিয়ে মৃতদেহ উদ্ধারের সংখ্যা দাঁড়াল ২৩ জনে। এর আগে গত রোববার রাত এবং সোমবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ ও পশ্চিম পাড়া সংলগ্ন সাগর এলাকা থেকে ভাসমান অবস্থায় তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগরে মালয়েশিয়াগামী ১৩৮ রোহিঙ্গা বোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে ১৫ জনের মৃতদেহ এবং জীবিত অবস্থায় ৭২ জনকে উদ্ধার করা হয়। পরে বুধবার ভোরে সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে মুর্মূষু অবস্থায় আরো ১ জন রোহিঙ্গাকে উদ্ধার করে কোস্টগার্ড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads