• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

জাতীয়

করোনাভাইরাস শনাক্তে চীন থেকে বিকেলে আসছে উন্নত কিটস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ ফেব্রুয়ারি ২০২০

করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত করতে বাংলাদেশকে দেয়া চীনের ‘সর্বাধিক উন্নত কিটস’ এর প্রথম চালান আজ মঙ্গলবার বিকেলে আসবে।

চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এবং কাউন্সেলর ইয়ান হুয়ালং জানান, চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে কিটসগুলো ঢাকায় পৌঁছাবে।

এর আগে রোববার মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাথে দেখা করে চীনের রাষ্ট্রদূত লি জিমিং জানান সবচেয়ে খারাপ সময়েও চীন সাহায্যের হাত বাড়িয়ে দিতে ভুলে যায়নি। কোভিড-19 নামের ভাইরাসের বিরুদ্ধে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর জন্য চীন ৫০০টি সর্বাধিক উন্নত কিটস দেয়ার ঘোষণা দিয়েছে চীন। যার প্রথম চালান মঙ্গলবার ঢাকায় আসবে। বেইজিং জেনোমিক্স ইনস্টিটিউট থেকে ৫০০ টেস্ট কিট আনছে চীনা দূতাবাস।

মঙ্গলবার চীনের বরাত দিয়ে এপি জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে নতুন করে আরও ১ হাজার ৮৮৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া একদিনে ৯৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৮ জনে। মঙ্গলবার পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে মোট ৭২ হাজার ৩৫৫ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads