• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
অতিরিক্ত চাল-গম মজুদে ব্যবস্থা নেবে সরকার : খাদ্যমন্ত্রী

ফাইল ছবি

জাতীয়

অতিরিক্ত চাল-গম মজুদে ব্যবস্থা নেবে সরকার : খাদ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ মার্চ ২০২০

করোনা ভাইরাস সঙ্কটে চাল ও গম অতিরিক্ত মজুদ করলে সরকার আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (১৮ মার্চ) সচিবালয়ে খাদ্য মন্ত্রাণালয়ে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে চাল ও গম নিয়ে আতঙ্ক সৃষ্টি কিংবা অতিরিক্ত মজুদ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খাদ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় মানুষ আসা বন্ধ হলেও পণ্য আমদানি বন্ধ হয়নি। এরইমধ্যে নতুন চাল বাজারে আসার সময় চলে এসেছে। ক্রেতাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

তিনি বলেন, দেশে চাল ও গম পর্যাপ্ত রয়েছে। বর্তমানে সরকারি গুদামে ১৭ লাখ ৩৯ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে ৩ লাখ ১৯ হাজার মেট্রিক টন গম মজুত আছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads