• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
৯ই এপ্রিল পর্যন্ত বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

সংগৃহীত ছবি

জাতীয়

৯ই এপ্রিল পর্যন্ত বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

  • বাংলাদেশের খবর
  • প্রকাশিত ২৪ মার্চ ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৯ই এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমকি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সভায় এ সিন্ধান্ত গৃহীত হয়। এসময় দুই মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপিস্থিত ছিলেন।

করোনা ভাইরাস মোকাবেলা সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম  বন্ধের সময় বৃদ্ধি করে সরকার।

এর আগে এর আগে, ১৭ মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে দেশের সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান ৫ই এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা দেয়ায় নতুন করে এই ছুটির সময় বাড়ায় মন্ত্রণালয় দুটি।

এসময় ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশুনা চালিয়ে যেতে বলা হয়েছে। অনেক শিক্ষা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে  শিক্ষকরাও চাইলে ইউটিউবে নিজস্ব চ্যানেলে ছাত্রদের কে পড়াতে পারেন বলে জানানো হয়। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads