• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
দুই ডাক্তারসহ নতুন আক্রান্ত ৪, মোট আক্রান্ত ৪৮

সংগৃহীত ছবি

জাতীয়

দুই ডাক্তারসহ আরও ৪ জনের শরীরে করোনার উপস্থিতি, মোট আক্রান্ত ৪৮

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ মার্চ ২০২০

করোনা ভাইরাসে দুইজন ডাক্তারসহ নতুন করে দেশে আক্রান্ত আরও ৪ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে।

আজ শুক্রবার অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাসটি। আক্রান্তের সংখ্যা পাঁচ লাখেরও বেশি।

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্যমতে, সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩২ হাজার ১৫০ জনে। মৃত্যু হয়েছে ২৪ হাজার ৮৩ জনের। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৪ হাজার ৩২৬ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads