• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
‘আর দেরি নয়, বর্তমান অ্যাকশনের ওপর ভবিষ্যৎ নির্ভর করবে‘

সংগৃহীত ছবি

জাতীয়

‘আর দেরি নয়, বর্তমান অ্যাকশনের ওপর ভবিষ্যৎ নির্ভর করবে‘

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে শৈথল্যের বিষয়ে সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, আর দেরি করা সাজে না। আমাদের বর্তমান অ্যাকশনের ওপর ভবিষ্যৎ নির্ভর করবে।

আজ শুক্রবার দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী এ সতর্কবাণী উচ্চারণ করেন।

এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা ভালো আছি। আমাদের আশপাশের দেশগুলোর অবস্থাও ভালো আছে।

এ সময় করোনার বিস্তার রোধে ঘোষিত সাধারণ ছুটিতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাসা-বাড়িতে অবস্থান করুন। আল্লাহকে স্মরণ করুন। প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।

এছাড়া করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নির্দেশনা মেনে চলতে স্বাস্থ্যমন্ত্রী সবার প্রতি আহ্বান জানান।

এর আগে তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৬১ জনে দাঁড়িয়েছে। নতুন করে করোনা আক্রান্ত কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা ছয়জনই রয়েছে। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৬ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads