• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ ঢাকা, সর্বনিম্ন কক্সবাজার

প্রতীকী ছবি

জাতীয়

আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ ঢাকা, সর্বনিম্ন কক্সবাজার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০২০

মহামারী করোনাভাইরাসে সব চেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকায় জেলায়। এর সংখ্যা ৩৬ জন। এরপর মাদারীপুর ১০ জন, নারায়ণগঞ্জ ৬ জন, গাইবান্ধা ৪ জন, রংপুর, গাজীপুর, কুমিল্লা, চুয়াডাঙ্গা ও কক্সবাজারে একজন করে নিশ্চিত আক্রান্ত রোগী পাওয়া গেছে। শুক্রবার আইইডিসিআরের পক্ষ থেকে জেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা প্রকাশ করা হয়েছে।

আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচজনের দেহে নভেল করোনা ভাইরাস বা কভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬১ জনে। গত ২৪ ঘণ্টায় ৫১৩ টি নমুনা সংগ্রহ করা হয়েছে।

আইইডিসিআরের বাইরে যে ল্যাবগুলো রয়েছে সেগুলোতে এই ৫ জনের মধ্যে ৩ জনের করোনা শনাক্ত করা হয়। আক্রান্ত ৬১ জনের মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন ২৯ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৭ জন নিজেদের বাড়িতে চিকিৎসা নিচ্ছেন আর বাকি ২২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফদরের মহাপরিচালক ডা.আবুল কালাম আজাদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads