• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ঢাকায় প্রবেশ বন্ধ, বের হতেও পারবে না কেউ

সংগৃহীত ছবি

জাতীয়

ঢাকায় প্রবেশ বন্ধ, বের হতেও পারবে না কেউ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এক প্রকার অঘোষিত লকডাউন চলছে দেশে। এমন পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢাকায় প্রবেশ করতে বা ঢাকা থেকে বের হতে দিচ্ছে না পুলিশ।

আজ রোববার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য যে কোনো জরুরি প্রয়োজন ব্যতীত এককভাবে বা দলবদ্ধভাবে বাইরে ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জরুরি সার্ভিস ব্যতীত সাধারণ জনগণকে ঢাকায় প্রবেশ অথবা ঢাকা ত্যাগ করতে দেওয়া হচ্ছে না।

বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কাজে সহযোগিতা করার জন্য বাংলাদেশ পুলিশ দেশের সকল নাগরিক ও সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads