• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
কিশোরগঞ্জের করিমগঞ্জে মৃত ব্যক্তির করোনা শনাক্ত, ২ ইউনিয়ন লকডাউন

প্রতীকী ছবি

জাতীয়

কিশোরগঞ্জের করিমগঞ্জে মৃত ব্যক্তির করোনা শনাক্ত, ২ ইউনিয়ন লকডাউন

  • অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ এপ্রিল ২০২০

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মারা যাওয়া এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ জন্য উপজেলার কাদিরজঙ্গল ও জাফরাবাদ এ দুটি ইউনিয়ন লকডাউন ঘোষণা করেছে।  এই প্রথম কিশোরগঞ্জ জেলায় করোনা পজিটিভ শনাক্ত হলো।

গত সোমবার রাতে করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মুসলিমপাড়ার নিজ বাড়িতে তিনি মারা যান। পরে গতকালেই তার নমুনা সংগ্রহ করে (IPH) প্রেরণ করা হয় এবং আজ করোনা আক্রান্ত পজেটিভ আসে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ও জাফরাবাদ এ দুটি ইউনিয়ন লকডাউন করা হয়েছে।

এদিকে কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, ঢাকা থেকে বাড়ি আসা কাদিরজঙ্গল ইউনিয়নের মুসলিমপাড়ার যে ব্যক্তি মারা গিয়েছিল। নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল এবং সেটা পজেটিভ এসেছে।

তিনি আরও জানান, নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মারা যাওয়া ওই ব্যক্তির দাফনে জড়িত ব্যক্তিদের কোয়ারেন্টাইনে নেয়া সহ তার সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads