• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
লকডাউনে সখীপুরের গ্রাম পাড়া মহল্লা

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

লকডাউনে সখীপুরের গ্রাম পাড়া মহল্লা

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ এপ্রিল ২০২০

টাঙ্গা‌ইলের সখীপু‌রে ক‌রোনা ভাইরা‌সের সংক্রমণ ঠেকা‌তে গ্রা‌মের সড়কগু‌লো গাছ ফে‌লে ও বাঁ‌শের ব্যা‌রি‌কেড দি‌য়ে বন্ধ করে দেওয়া হ‌য়ে‌ছে। আজ বুধবার সকাল থে‌কে গ্রামবাসী তা‌দের আশপা‌শের গ্রামীণ সড়‌ক বন্ধ ক‌রে দি‌য়ে নিজ নিজ গ্রাম পাড়া মহল্লাকে লকডাউন ঘোষণা ক‌রে‌। এছাড়া একইভা‌বে সখীপুর পৌরসভার প্রতি‌টি ওয়া‌র্ডকেও লকডাউন ঘোষণা ক‌রা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার রা‌তে পৌর মেয়‌রের ‌নি‌র্দেশনায় কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডের সকল বাইপাস সড়‌কে ব্যারিকেড তৈরি করার অনুরোধ করা হয়।

আজ বুধবার সকাল থে‌কেই উপ‌জেলার বি‌ভিন্ন এলাকা, পাড়া মহল্লা থে‌কে গ্রামবাসীর নিজ ‌উদ্যো‌গে স্থানীয় সড়ক বন্ধ করার খবর আস‌তে শুরু ক‌রে। দুপু‌রে উপ‌জেলার কাকড়াজান, বা‌ঘেরবা‌ড়ি, প্র‌তিমা বংকী, হিজলীপাড়া, জনতা বাজার, বোয়ালী, কুতুবপুর ইছামারী গ্রাম, পৌরসভার সৌ‌খিন‌মোড় এলাকা ঘু‌রে বাঁশ ও গাছ ফে‌লে সড়ক ব্যা‌রিকেডের চিত্র দেখা গে‌ছে। ত‌বে জরু‌রি যোগা‌যো‌গের জন্যে ঢাকা-সখীপুর মূল সড়ক‌টি খোলা রাখা হ‌য়ে‌ছে।

‌এদি‌কে দুপুর ১২ টার দি‌কে উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান জুল‌ফিকার হায়দার কামাল লেবু এক ফেসবুক বার্তায় ব‌লেন, প্রাণপ্রিয় সখীপুরবাসী বেঁচে থাকার স্বার্থে নিজ নিজ গ্রাম লকডাউন করে ফেলুন। অযথা ঘুরাঘুরি বন্ধ করে বাড়িতে থাকুন । নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন।

সখীপুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা ব‌লেন, প্রশাসন নানাভা‌বে মানুষ‌কে ঘ‌রে রাখার চেষ্টা কর‌ছে। তারপরও কেউ কেউ বা‌ই‌রে চ‌লে আস‌ছেন। এখন স্থানীয়রাই নি‌জে‌দের স্বার্থে রাস্তা বন্ধ ক‌রে মানুষ‌দের আটকা‌নোর চেষ্টা ক‌রছেন। এটা অবশ্যই ভা‌লো উদ্যোগ।  ত‌বে জরু‌রি সেবা দাতা ও গ্রহীতারা যে‌ন হয়রা‌নির শিকার না হয়, স্থানীয়‌দের সে‌দি‌কেও খেয়াল রাখ‌তে হ‌বে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads