• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
চৌদ্দগ্রাম পৌরসভা ও বাতিসা ইউনিয়ন বিএনপির ত্রাণ বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

চৌদ্দগ্রাম পৌরসভা ও বাতিসা ইউনিয়ন বিএনপির ত্রাণ বিতরণ

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০২০

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা ও বাতিসা ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপি। বৃহস্পতিবার পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়।

বাতিসায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন ফরায়েজী লাল্টু। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকরামুল হক ভুঁইয়া মিন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবদুর রহিম ভুঁইয়া জসিম, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ পলোয়ান হিরণ, উপজেলা যুবদল নেতা এম এ খায়ের মজুমদার, বাতিসা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাক কাজী আমিনুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা আনোয়ার হোসেন ডেভিড, শহিদুল ইসলাম মুকুল, ওয়ার্ড যুবদল নেতা বেলাল হোসেন, শহিদ, ফরহান, সাগর, রাকিব, ইমাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এছাড়া চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির উদ্যোগে ত্রাণ বিতনকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক ইয়াছিন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক গাজী শহিদুর রহমান, কাজী জসীম, সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদার, উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা সুজন। এ সময় বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পৌরসভা ও বাতিসা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হস্তান্তর করে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় ব্যক্তিরা খাদ্য সামগ্রী ত্রাণ হিসেবে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads