• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
দেশে করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

সংগৃহীত ছবি

জাতীয়

দেশে করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৪ মে ২০২০

করোনায় আক্রান্ত হয়ে হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক অবসরপ্রাপ্ত কর্নেল মো. মনিরুজ্জামান মারা গেছেন।

রোববার (৩রা মে) তিনি মারা যান বলে জানিয়েছে চিকিৎসকসদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটস। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো দেশের দ্বিতীয় চিকিৎসক তিনি। আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিফ হেমোটোলজিস্ট ছিলেন মনিরুজ্জামান।

রোববার বিকালে মনিরুজ্জামান কাজ শেষে মিরপুর ডিওএইচএস'র বাসায় ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখনই তার কোভিড-১৯ পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। এই খবর পাওয়ার পর পরই আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও মেডিক্যাল কলেজের হেমাটোলজি বিভাগে কর্তব্যরত চারজনকে তাৎক্ষণিক হোম কোয়ারেন্টিনে এবং বিভাগটি ডিসইনফেক্টেড করা হয়।

এর আগে, করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads