• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
 শিমুলিয়া কাঁঠালবাড়ী ফেরি চলাচল শুরু

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

শিমুলিয়া কাঁঠালবাড়ী ফেরি চলাচল শুরু

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২২ মে ২০২০

দক্ষিণবঙ্গের ২৩ জেলার একমাত্র প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া কাঁঠালবাড়ী নৌরুটে বৃহস্পতিবার রাত থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার বিকেল থেকে করোনার দূর্যোগ ও ঘূর্নিঝড় আম্পান যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নৌ পরিবহন মন্ত্রনালয়ের নির্দেশে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিসি ও বিআইডাব্লিউটি এ কর্তৃপক্ষ।

আজ শুক্রবার সকাল থেকে ঘাট এলাকায় ছোটো ছোটো পরিবহন ফেরি পারপার হতে দেখা গেছে। তবে ঘাট এলাকায় কোনো যাত্রীবাহী পরিবহন নেই। ঢাকা থেকে আসা যাত্রীরা অনেক দূর থেকে পায়ে হেটে ঘাটে পৌঁছাচ্ছে । লঞ্চ এবং সি বোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতেই পারি দিচ্ছে পদ্মা নদী।

অতিরিক্ত ডিআইজি অপরাধ জিহাদুল কবির জানান, যাত্রীদের সামাজিক দূরত্ব এবং সৃংখলা বজায় রেখে যাত্রী পারাপার করছি। বর্তমানে ঘাট এলাকায় গাড়ী কিংবা যাত্রীদের কোন চাপ নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads