• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
জাফরুল্লাহ'র খোঁজ নি‌লেন খালেদা জিয়া, পাঠা‌লেন ফল-ফুল

সংগৃহীত ছবি

জাতীয়

জাফরুল্লাহ'র খোঁজ নি‌লেন খালেদা জিয়া, পাঠা‌লেন ফল-ফুল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ মে ২০২০

করোনাভাইরাসে 'আক্রান্ত' গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষ থেকে জাফরুল্লাহ চৌধুরীর জন্য ফলমূল ও একগুচ্ছ ফুল পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় টেলিফোনে ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার খোঁজখবর নেন খালেদা জিয়া। বেগম জিয়ার পক্ষে দেয়া ফলমূল ও ঈদের শুভেচ্ছা তার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জাফরুল্লাহ চৌধুরীর ধানমন্ডির গণস্বাস্থ্য কার্যালয়ে পৌঁছে দেন।

এ বিষয়ে জানতে চাইলে শামসুদ্দিন দিদার বলেন, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অসুস্থ ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য কিছু ফল এবং ঈদের শুভেচ্ছা হিসেবে একগুচ্ছ ফুল পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় ম্যাডাম জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। পরে জাফরুল্লাহ চৌধুরীও ম্যাডামের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

গতকাল সোমবার গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় সংস্থাটির ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে আইসোলেশনে আছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads