• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
শ্রীপুরে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

সংগৃহীত ছবি

জাতীয়

শ্রীপুরে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ মে ২০২০

গাজীপুরের শ্রীপুরে একদিনেই করোনাভাইরাসে (কোভিড-১৯) ১২ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে পোশাক শ্রমিকও রয়েছে। পর্যায়ক্রমে পাঠানো ৬৫ জনের নমুনায় এসব করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে উপজেলায় ৫৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চত করেছেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ফতেহ আকরাম। 

নমুনা সংগ্রহকারী (সিএইচসিপি) জহিরুল  ইসলাম জানান, প্রতিদিনই স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা বুথে আসা সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে নমুনা সংগ্রহের কাজ। রোগী বেশি আসলে আরো বেশি সময় পর্যন্ত নমুনা নেওয়া হয়। আজ ২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. প্রণয় ভুষন দাস জানান, এ পর্যন্ত  ১০৫৬  জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২ এপ্রিল প্রথম নমুনা সংগ্রহ করা হয়। পরে ১৩ এপ্রিল একজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। ওই রোগী ছিল একজন পুরুষ। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২২ জন করোনা রোগী। অন্য আক্রান্তরা বাড়িতেই স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিচ্ছে।

তিনি বলেন, আক্রান্ত  এ ১২ জনের মধ্যে পাঁচজন পোশাক শ্রমিক রয়েছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads