• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ফাইল ছবি

জাতীয়

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ জুন ২০২০

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মাদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মোহাম্মদ নাসিমকে সোমবার রাজধানীর শ্যামলির বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়।

সঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন মারা গেছেন এবং সেই সাথে নতুন করে ২ হাজার ৩৮১ জন আক্রান্ত বলে শানাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্য মতে, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৭২ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৩৪ জনে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads