• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
দেশে করোনায় মৃত্যু ৮০০ ও আক্রান্ত ৬০,০০০ ছাড়াল

ফাইল ছবি

জাতীয়

দেশে করোনায় মৃত্যু ৮০০ ও আক্রান্ত ৬০,০০০ ছাড়াল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ জুন ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩o জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে শনাক্ত হয়েছে ২ হাজার ৮২৮  জন।

এ নিয়ে করোনা মহামারিতে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮১১ জন। আর আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৩৯১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা শুক্রবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।

তার দেয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে দেশে নতুন মারা গেছেন ৩০ জন। তাদের মধ্যে পুরুষ ২৩ ও নারী সাতজন। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে ১৪ হাজার ৬৪৫টি নমুনা সংগ্রহ এবং মোট ১৪ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৮২৮ জনের।

ডা. নাসিমা আরও জানান, করোনার কবল থেকে নতুন করে ৬৪৩ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads