• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
 ‘বর্ডার রেসপন্স সিস্টেম’র পর যুক্ত হলো অস্ত্র সজ্জিত অত্যাধুনিক জলযান

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

টেকনাফ সীমান্তে বিজিবি’র শক্তি বৃদ্ধি

‘বর্ডার রেসপন্স সিস্টেম’র পর যুক্ত হলো অস্ত্র সজ্জিত অত্যাধুনিক জলযান

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ জুন ২০২০

সীমান্ত সুরক্ষায় বিজিবিকে (বডার্র গার্ড বাংলাদেশ) শক্তিশালী করা হচ্ছে। ইতোমধ্যে বিজিবি টেকনাফ ২ ব্যাটলিয়নে যুক্ত হয়েছে অস্ত্র সজ্জিত অত্যাধুনিক দ্রুত গতি সম্পন্ন ইন্টারসেপটোর দু’টি জলযান। ৩০ জন সৈনিক ধারণক্ষমতা সম্পন্ন ঘন্টায় ৬৫ কিলোমিটার গতির এই জলযান দূর্যোগপূর্ণ আবহাওয়ায় চলাচলে সক্ষম। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, চোরাচালান, ইয়াবাসহ মাদক পাচার, চোরাকারবারিদের দমন, সর্বোপরি সীমান্তে যে কোন ধরনের অপতৎপরতা রোধে এই জলযান ব্যবহৃত হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খাঁন।

এ ছাড়া মাদকের ভয়াবহ আগ্রাসন ও সন্ত্রাসী কার্য্যক্রম প্রতিরোধকল্পে সীমান্তে বিজিবি’র নজরদারী জোরদার করণের উদ্দেশ্যে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফে স্থাপিত হলো ‘স্মার্ট ডিজিটাল সার্ভেল্যান্স এন্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেম।’

প্রাথমিক পর্যায়ে টেকনাফের শাহ্পরীরদ্বীপ ও সাবরাংয়ের ১০ কিলোমিটার সীমান্ত এলাকায় এ সিস্টেম স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে শাহ্পরীরদ্বীপ হয়ে কক্সবাজারের বাইশারি সীমান্ত পর্যন্ত পুরো ৫৫ কিলোমিটার স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স এন্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেম চালু করা হবে। এর ফলে সীমান্তে দুষ্কৃতীকারিদের চলাচল, মাদক ও চোরাচালান রোধসহ যে কোন অপতৎপরতা দমন সম্ভব হবে।

৬ মার্চ বিজিবি টেকনাফ ২ ব্যাটলিয়ন সদর দপ্তরে উক্ত স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স এন্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেম পরিদর্শনে আসেন সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম। এ টিমে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (আনসার ও সীমান্ত) মো. শাহেদ আলী ও বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), এনডিসি। এ সময় তারা বিজিবি সদর দপ্তরে স্থাপিত সার্ভিল্যান্স টাওয়ার নিয়ন্ত্রন কক্ষে ১০ কিলোমিটারের আওতায় নাফনদ ও উপকূল সীমান্ত দিয়ে চলাচলকারি সকল কিছু মনিটরের মাধ্যমে পর্যবেক্ষণ করেন।

ইতিমধ্যেই যশোর জেলায় পুটখালী সীমান্তে ১০ কিলোমিটার ভিন্ন ভাবে মাটির নীচে দিয়ে সাইন্সটিক কেবল চালু করা হয়েছে। ওই কেবল যদি কেউ পার হয়, তাহলে সিগন্যাল আসবে এবং বিজিবি তাদের সনাক্ত করে ফেলবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads