• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
দেশে করোনায় আরো ৩৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬৩৫

ফাইল ছবি

জাতীয়

দেশে করোনায় আরো ৩৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬৩৫

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ জুন ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৫ জন। এ সময়ে করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৬৩৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৫৫২ জন।

এ নিয়ে দেশে মোট মারা গেছেন ৮৪৬ জন।  আর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩,০২৬ জনে। 

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৫২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১২,৪৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরও ২,৬৩৫ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬৩,০২৬ জন। 

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সবার প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads