• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুর সিএমএইচে

ফাইল ছবি

জাতীয়

করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুর সিএমএইচে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ জুন ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে সামরিক হেলিকপ্টারে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়েছে। 

রোববার বেলা সাড়ে ১১টায় সামরিক হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর একান্ত সচিব রাসেল হোসেন বলেন,দুই তিনদিন আগে তার জ্বর ছিল, এরপর তার পরীক্ষা করার পর কোভিড-১৯ শনাক্ত হয়।

বাংলাদেশের মন্ত্রিসভার কোনো সদস্যের করোনাভাইরাস আক্রান্ত হবার এই প্রথম কোনো খবর প্রকাশ্যে এলো।

এর আগে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র নেতা মোহাম্মদ নাসিমের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি খুব সংকটাপন্ন অবস্থায় শ্যামলির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads