• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
করোনা আক্রান্ত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা এমএ হক

ফাইল ছবি

জাতীয়

করোনা আক্রান্ত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা এমএ হক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৪ জুলাই ২০২০

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এমএ হকের করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে ওই ল্যাবে পাঠানো হয়েছিল।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমএ হক মারা যান।

তার ছেলে ব্যারিস্টার রিয়াশাদ আজিম আদনান হক এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এর আগে নিউমোনিয়া ও করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সিলেট বিএনপির এ নেতা। এরপর গত বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads