• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
করোনায় নালিতাবাড়ীর সাবেক মেয়রের মৃত্যু

সংগৃহীত ছবি

জাতীয়

করোনায় নালিতাবাড়ীর সাবেক মেয়রের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ জুলাই ২০২০

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল (৬৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

রাজধানীর বাংলাদেশ-কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০টা ৪০ মিনিটে তিনি মারা যান।

পারিবারিক সূত্র জানায়, ২৫ জুন আব্দুল হালিমের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ার পর তাকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ‘প্লাজমা থেরাপি’ চলছিল। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে শেরপুর জেলার ছয় অধিবাসীর মৃত্যু হলো। তবে জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বুলেটিনে স্থানীয়ভাবে তিনজনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কথা জানানো হয়েছে।

বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল হালিম নালিতাবাড়ী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন ছাড়াও তিনি ছিলেন সেখানকার প্রথম নির্বাচিত পৌর চেয়ারম্যান। এছাড়া তিনি ইউপি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছিলেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

কৈশোরে মুক্তিযুদ্ধে অংশ নেয়া ১১ নম্বর সেক্টরের এ অকুতোভয় মুক্তিসৈনিক বিভিন্ন সম্মুখ সমরে অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তিনি ঐতিহাসিক কাটাখালি যুদ্ধে কমান্ডার শহীদ নাজমুলের সহযোদ্ধা ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads