• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
করোনাভাইরাসে ফেনী সিভিল সার্জনের মৃত্যু

ফাইল ছবি

জাতীয়

করোনাভাইরাসে ফেনী সিভিল সার্জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ জুলাই ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত ফেনী জেলার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওসার  এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ইউএনবির।

তিনি জানান, সিভিল সার্জন ডা. সাজ্জাদ আজ বিকাল ৫টা ৪০মিনিটে ঢাকার আসগর আলী হাস্পাতালের আইসিইউ-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশের কয়েকটি জেলার সিভিল সার্জন করোনাভাইরাসে আক্রান্ত হলেও এই প্রথম কোনো সিভিল সার্জনের মৃত্যু হলো।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জন মারা গেছেন। সেই সাথে নতুন করে ৩ হাজার ২৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৯১টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৭৩টি নমুনা। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৭৩ হাজার ৪৮০টি।

এখন দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৫১ জনে। আর মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads