• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
৩৫ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পরিশোধ করল চট্টগ্রাম বন্দর

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

৩৫ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পরিশোধ করল চট্টগ্রাম বন্দর

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ০৯ জুলাই ২০২০

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হোল্ডিং টেক্স বাবদ ৩৫ কোটি ৫৫ লাখ টাকার চেক চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) হস্তান্তর করেছেন।

বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে চসিক এর পৌরকর বাবদ এ চেক গ্রহন করা হয়।

বুধবার বিকেলে ৪টায় টাইগারপাসস্থ কর্পোরেশনের কার্যালয়ে মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের হাতে এ চেক তুলে দেন প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম ও রাজস্ব সার্কেল-৮ এর কর কর্মকর্তা মো. সারেক উল্লাহ।

এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেমসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাসে এই প্রথম এত টাকা এক সঙ্গে হোল্ডিং ট্যাক্স বাবাদ চেক হস্তান্তর করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads