• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
রিজেন্টের ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে কারণ দর্শানো নোটিশ

ফাইল ছবি

জাতীয়

রিজেন্টের ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে কারণ দর্শানো নোটিশ

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুলাই ২০২০

রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি এবং প্রতিষ্ঠানটির অনিয়মের ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের মহা-পরিচালক আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়।

রোববার ১২ই জুলাই ইস্যু করা এ সংক্রান্ত একটি চিঠি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবপেজে পোস্ট করা হয়েছে।

চিঠিতে আগামী তিন কার্যদিবসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালককে কয়েকটি বিষয় ব্যাখ্যা করতে বলা হয়েছে, যার মধ্যে রয়েছে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আগে কী কী বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে, এরপর চুক্তির শর্ত প্রতিপালন করা হচ্ছে কিনা তা দেখার জন্য কী ব্যবস্থা নেয়া হয়েছে, সেগুলো জানাতে বলা হয়েছে।

এছাড়া রিজেন্টের সঙ্গে চুক্তি ‘মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে’ করা হয়েছে মহাপরিচালকের এই মন্তব্য প্রকাশিত হয়ছে পত্রিকায়---সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads