• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
বাবার খুনিদের বিচার চেয়ে কাঁদলেন সন্তানেরা

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

বাবার খুনিদের বিচার চেয়ে কাঁদলেন সন্তানেরা

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুলাই ২০২০

কুমিল্লায় ব্যবসায়ী আব্দুল মতিনের হত্যাকারীদের বিচার দাবিতে কাঁদলেন তার সন্তান, পরিবারের সদস্য ও এলাকাবাসী। রোববার কুমিল্লা নগরীর সংরাইশে আব্দুল মতিনের বাড়ির সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এই দাবি জানান।

মানববন্ধনে মতিনের বড় ছেলে মো: শামীম উদ্দীন বলেন, তার বাবা নগরীর চকবাজার এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি সালিশ পরিচালনা করে এলাকার শান্তি শৃংখলা বজায় রাখতেন। যার কারণে এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা সহ্য করতে পারতো না। তাই তাকে হত্যা করা হয়। গত ২৯মার্চ হামলা করলে তিনি ৩০মার্চ মারা যান। খুনিদের ফাঁসি এবং তাদের মদদদাতাদের বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

তিনি আরও বলেন, এজাহারে ১৪ জনের নাম উল্লেখ থাকলেও তিনজন গ্রেপ্তার হয়েছে। আসামিরা বিভিন্ন সময় হুমকি দিচ্ছে। এখনও প্রধান আসামি আল-আমিন গ্রেপ্তার হয়নি। এতে আতংকে দিন কাটছে তাদের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads