• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
রিজেন্টের সাহেদকে ঢাকায় আনা হয়েছে

সংগৃহীত ছবি

জাতীয়

রিজেন্টের সাহেদকে ঢাকায় আনা হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ জুলাই ২০২০

করোনা মহামারীর মধ্যে চিকিৎসার নামে প্রতারণা আর জালিয়াতির মামলার প্রধান আসামি রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে গ্রেপ্তার করে ঢাকায় এনেছে র‍্যাব। 

আজ বুধবার সকাল নয়টায় সাহেদকে নিয়ে র‌্যাবের হেলিকপ্টার রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে অবতরণ করে।

কিছুক্ষণের মধ্যেই তাকে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

আজ বুধবার ভোরে সাতক্ষীরা থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে গ্রেপ্তার করে র‍্যাব।

সরকারের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করে জালিয়াতি করে টাকার বিনিময়ে করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়াসহ প্রতারণার অভিযোগ ওঠার পর ৬ জুলাই ঢাকার রিজেন্ট হাসপাতালের অভিয়ান চালায় র‌্যাব। পরদিন উত্তরা পশ্চিম থানায় র‌্যাব বাদী হয়ে সাহেদ করিমকে এক নম্বর আসামি করে মামলা করা হয়।।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads