• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

জাতীয়

ভারতীয় ট্রাক থেকে ১৩০ কেজি ইলিশ উদ্ধার

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জুলাই ২০২০

দিনাজপুরের হিলি স্থলবন্দর পথে ভারতে পাচারের প্রাক্কালে বুধবার ভারতীয় ট্রাক থেকে ১৩০ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে। ভারত থেকে পণ্য আমদানির পর সে দেশে ফেরার পথে খালি দুটি ট্রাকে পাচারের প্রাক্কালে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন আওয়াতাধীন হিলি আইসিপি বিওপির সদস্যরা এগুলি উদ্ধার করেন। তবে এ অভিযোগে ট্রাক দুটি ও এর চালকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

হিলি আইসিপি বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার মো. ইলিয়াস মিয়া জানান, ডাব্লু বি ৫৯ এ Ñ ১৯১৫ নং ট্রাকে চালক মানিক মহন্ত ও ডাব্লু বি ৫৯ বিÑ ৪৭৯৭ নং ট্রাকে চালক কানাই সাহা চালকের সিটের নিচে ৪ টি বস্তায় ১৩০ কেজি ( ১১৯ পিচ) ইলিশ পাচারের প্রাক্কালে কর্তব্যরত সৈনিক নায়েব সুবেদার মো. হেলাল উদ্দিনের নের্তৃত্বে একদল জওয়ান ইলিশ গুলি উদ্ধার করেন। এরপর হিলি স্থল শুল্ক স্টেশনের কাস্টমস কর্তৃপক্ষ ও হাকিমপুর ইউএনও মো. আব্দুর রাফিউল আলমের সিদ্ধান্ত সিদ্ধান্ত মোতাবেক ইলিশ গুলি নিলামে বিক্রির পরিবর্তে এতিম খানায় বিতরণ করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads