• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
করোনায় আরো ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৫৪

ফাইল ছবি

জাতীয়

করোনায় আরো ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৫৪

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ আগস্ট ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৬৭ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৫৪ জন। 

মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৮ জন নারী।  গতকাল এ মরণভাইরাসে আক্রান্ত হয়ে ৫০ জনের প্রাণহানি ঘটে।  

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইন বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় বুলেটিনে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃতদের তথ্য প্রকাশ করে ডা. নাসিমা বলেন, ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে নয়জন, রংপুর বিভাগে তিনজন, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগে একজন করে করোনায় মারা গিয়েছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads