• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

জাতীয়

ফিরছেন না পি কে হালদার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ অক্টোবর ২০২০

অর্থপাচারের মামলার মুখে প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) নিরাপত্তা চেয়ে আদালতের হেফাজতে দেশে ফেরার ইচ্ছার কথা জানালেও তিনি সিদ্ধান্ত বদল করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের (আইএলএফএসএল) আইনজীবী ইমেইল করে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনকে জানিয়েছে, পি. কে হালদার এখন দেশে ফিরছেন না।

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি. কে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। আইএলএফএসএল গ্রাহকদের অভিযোগের মুখে বছরের শুরুতে তিনি বিদেশ পালানোর পর দুদক তার ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ ইস্যুতে মামলা করে।

এক পর্যায়ে আইএলএফএসএল আদালতকে জানায়, আত্মসাত করা অর্থ ফেরত দিতে তিনি দেশে ফিরতে চান। এজন্য জীবনের নিরাপত্তা চেয়ে আদালতের দারস্থ হন। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার হাইকোর্ট এক আদেশে বলে, পি কে হালদার বিমান থেকে দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে উপযুক্ত আদালতে সোপর্দ করতে হবে। তিনি যাতে নিরাপদে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে পারেন, সেজন্য পুলিশ প্রধান, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনকে এ নির্দেশ দেওয়া হয়।

বিচারক বলেন, পি. কে হালদার যদি দেশে আসেন, তাহলে এই কোম্পানি মেটারটা নিষ্পত্তি করা যাবে। সেটা নিষ্পত্তি করার জন্য আদালত দেখতে চায় যে, তিনি বিমানযোগে দেশে পা ফেলা মাত্র তাকে যেন গ্রেপ্তার করা হয় এবং জেলে নেওয়া হয়। তাকে যেন বাইরে যেতে না দেওয়া হয়। এটা যদি করা হয়, তাহলে তার আবেদন অনুযায়ী তিনি যে মনে করছেন, তাকে কিডন্যাপ করা হবে, তা আর হবে না। হাইকোর্টে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান। আর আইএলএফএসএলের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহফুজুর রহমান মিলন।

পি. কে হালদার ফিরছেন কিনা, জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল আমিন বলেন, আইএলএফএসএলের  আইনজীবী জানিয়েছেন ওই লোক (পি. কে হালদার) আসবেন না। দুদক এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে একটা মেইল করেছেন। কেন আসছেন না? জানতে চাইলে বলেন, আমি আসলে জানি না কেন উনি আসছেন না। উনার মক্কেল উনি জানেন। উনি একটা মেইল করেছেন, ওই লোকের নাকি কোভিড হয়েছে।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, মাহফুজুর রহমার মিলন আমাদেরকে (দুদককে) জানিয়েছেন, পি কে হালদার আসছেন না বলে তাদেরকে মেইল করেছেন। সে মেইলের একটি কপি আমাদের কাছেও পাঠিয়েছেন। শারীরিক অসুস্থতা এবং কোভিড-১৯ এর কারণে তিনি আসছেন না।  কখন আসবেন তা পরে জানাবেন। বিষয়টি নিয়ে কথা বলতে আইএলএফএসএলের আইনজীবী মাহফুজুর রহমান মিলনকে বুধবার একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

আইএলএফএসএলের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছিল, আগামী ২৫ অক্টোবর দুবাই থেকে অ্যামিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় আসার জন্য পি. কে হালদার টিকিট কেটেছেন। বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে ওই ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads