• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

জাতীয়

সরকারি ভাতা সরাসরি সুবিধাভোগীদের দেওয়ার নির্দেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ জানুয়ারি ২০২১

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেয়া ভাতা যেন সরাসরি সুবিধাভোগীদের কাছে পৌঁছায় সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে গণভবন থেকে আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সামাজিকভাবে যারা অবিচারের মুখোমুখি হন তাদের স্বাভাবিক জীবন ধরে রাখতে কাজ করে যাচ্ছে তার সরকার। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিত ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি মোবাইল ফোন সার্ভিসের মাধ্যমে সরাসরি পৌঁছানোর উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা।

তবে শুধু ভাতার ওপর নির্ভরশীল না হয়ে কর্মক্ষমদের সামর্থ অনুযায়ী কাজ করার তাগিদও দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর এমন অনেক সামাজিক কর্মসূচি বন্ধ করে দিয়েছিল। তবে, টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকার কারণেই সমাজের সর্বস্তরে উন্নয়নের সুফল ছড়িয়ে দেয়া সম্ভব হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads