• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন ভাইয়ের মৃত্যু

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন ভাইয়ের মৃত্যু

প্রতীকী ছবি

প্রাকৃতিক দুর্যোগ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন ভাইয়ের মৃত্যু

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত ২৭ মে ২০১৮

সিলেটে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন ভাই প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার বিকালে সদর উপজেলার জিলকার হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন আপন ভাই এবং একজন তাদের চাচাতো ভাই। নিহতরা হলেন সদর উপজেলার মিরেরগাঁও গ্রামের বদর উদ্দিনের ছেলে বাবুল মিয়া (২০) ও ইমন মিয়া (১০) এবং তাদের চাচাতো ভাই আবদুল আমিন (১৪)। আমিনের বাবার নাম বেলাল উদ্দিন।

জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকাল সাড়ে ৫টার দিকে এই তিন ভাই পার্শ্ববর্তী জিলকার হাওরে মাছ ধরতে গিয়েছিল। এ সময় প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিন ভাইয়ের মৃত্যু হয়।

ওসি জানান, একই হাওরে মাছ ধরতে যাওয়া লোকজন উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads