• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
তিস্তার পানি বাড়ছে নিম্নাঞ্চল প্লাবিত

তিস্তা নদীর পানি বাড়ছে

সংগৃহীত ছবি

প্রাকৃতিক দুর্যোগ

তিস্তার পানি বাড়ছে নিম্নাঞ্চল প্লাবিত

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ০২ জুলাই ২০১৮

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি হুহু করে বাড়ছে। গতকাল রোববার ভোর থেকে বিপদসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা। এতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার চরাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।

তিস্তা নদীর পানি বাড়ায় হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড দোয়ানী-ডালিয়া কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম জানান, রোববার ভোর ৬টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেকোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে। পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের সব গেট খুলে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads