• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ভূঞাপুরে বন্যার পানি কমতে শুরু

ভূঞাপুরে বন্যার পানি কমতে শুরু করেছে

ছবি : বাংলাদেশের খবর

প্রাকৃতিক দুর্যোগ

ভূঞাপুরে বন্যার পানি কমতে শুরু

স্বাস্থ্য ঝুঁকিতে বানভাসি মানুষ

  • প্রকাশিত ২১ জুলাই ২০১৯

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। এতে করে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এ উপজেলা পানিবন্দিরা। পানিবাহিত রোগের মধ্যে রয়েছে, হাত-পায়ে ঘা, ডাইরিয়া, আমাশয়, জ্বরসহ ঠান্ডাজতি রোগ। এসব রোগের কারণ বিশুদ্ধ পানি পান না করায়। বিশেষ করে শিশু-কিশোরাও এই ঝুঁকিতে রয়েছে।

এদিকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ উপজেলায় পানি কোনো রোগের উপক্রম দেখা যায়নি। অন্যদিকে পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দ্যোগে পানিবন্দিদের জন্য ৮টি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে। মেডিকেল টিমের মাধ্যমে পানিবন্দি পরিবারের মাঝে প্রায় ৮ হাজার পিচ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ২ হাজার পিচ খাবার স্যালাইন, ৫ হাজার পিচ ডাইরিয়া রোগের জন্য ট্যাবলেট, ১ হাজার পিচ প্যারাসিটামল ও ৫ হাজার পিচ এ্যান্টাসিড ট্যাবলেট বিতরণ করেছেন।

সরেজমিনে দেখা যায়, যমুনার চরাঞ্চলের গাবসারা ইউনিয়নের গোবিন্দগঞ্জ গ্রামে মো. আছের উদ্দিন শেখ বলেন, আমাদের বাড়ীতে প্রত্যেকটি ঘরেই পানি উঠেছে, শৌচাগারেও পানি। বাধ্য হয়েই ভেলায় চরে আমাদের প্রকৃতির ডাকে সারা দিতে হচ্ছে। টিউবওয়েলও পানির নীচে তলিয়ে গেছে যার কারণে আমরা বিশুদ্ধ পানি পান করতে পারছি না। এ জন্যই দেখা দিয়েছে বিভিন্ন ধরণের রোগ।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মহিউদ্দিন জানান, বন্যা দুর্গত পানিবন্দি মানুষদের জন্য স্বাস্থ্য সেবায় আমাদের ৮টি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads