• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
গাইবান্ধায় পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসিদের

বন্যায় ক্ষতিগ্রস্ত গাইবান্ধা-বাদিয়াখালী রেল লাইনের একাংশ

ছবি: বাংলাদেশের খবর

প্রাকৃতিক দুর্যোগ

গাইবান্ধায় পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসিদের

  • গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ জুলাই ২০১৯

প্রধান প্রধান নদ নদীর পানি কমতে থাকায় গাইবান্ধায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। রাস্তা-ঘাট থেকে পানি অনেকখানি সরে গেছে। আশ্রয় কেন্দ্র ও নদীর বাধে বসবাসরত বানভাসী মানুষ ঘরে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছে।

গত কয়েক দিন থেকে বৃস্টিপাত কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। পানি কমলেও রাস্তা –ঘাটে খানা খন্দে যানবাহন ও মানুষের চলাচলে নানা সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। রেল লাইনের পাথর ও মাটি সড়ে গিয়ে বিরাট বিরাট খাদের সৃষ্টি হয়েছে। বন্যার পানি পুরোপুরি সরে না যাওয়া পর্যন্ত এবং লাইন সংস্কার না হওয়া পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ থাকায় এই রুটের চলাচলকারী যাত্রী সাধারণকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

পানি কমার সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। সেই সঙ্গে কর্মহীন থাকায় অভাব অনটনে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছে বানভাসীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads