• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

প্রাকৃতিক দুর্যোগ

শনিবার মধ্যরাতে আঘাত হানতে পারে ‘বুলবুল’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ নভেম্বর ২০১৯

শনিবার মধ্যরাতে আঘাত হানতে পারে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’।

আজ শুক্রবার সকালে আবহাওয়া অধিদফতর এতথ্য জানিয়েছে। 

অধিদফতর বলেছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি শনিবার মধ্যরাতের দিকে বাংলাদেশের খুলনা-বরিশাল অঞ্চলের ওপর আঘাত হানতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে বিক্ষুব্ধ রয়েছে সাগর। এ কারণে দেশের তিনটি সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে।

ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থান সর্ম্পকে আবহাওয়া অধিদফতর জানায়, সকালে ‘বুলবুল’ চট্টগ্রাম বন্দর থেকে ৭৬৯ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads