• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ কারণে দুবলার চরে রাসমেলা স্থগিত

সংগৃহীত ছবি

প্রাকৃতিক দুর্যোগ

ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ কারণে দুবলার চরে রাসমেলা স্থগিত

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ নভেম্বর ২০১৯

ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবে মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর সংকেত দেখাতে হয়েছে। বুলবুলের প্রভাবে বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। বুলবুল মোকাবেলায় জেলা প্রশাসন ব্যপক প্রস্তুতি গ্রহণ করেছে।

এ দিকে বৈরী আবহাওয়ার কারণে সুন্দরবনের দুবলার চরে রাস মেলা স্থগিত করা হয়েছে। রাসমেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু শন্তু এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুর্ণিমার দিন শুধুমাত্র পুঁজা অনুষ্ঠিত হবে। তৈরি আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে শুক্রবার সকালে বাগেরহাট জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভা থেকে সুন্দরবন বিভাগকে সব ধরনের পাস-পারমিট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সুন্দরবন পুর্ব বন বিভাগের পক্ষ থেকে কোনো পাস-পারমিট দেওয়া হবে না বলে নিশ্চিত করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads