• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সিরাজদিখানে ইটভাটায় আড়াই কোটি টাকা ক্ষতি

বৃষ্টিতে ভিজে কাঁচা ইট বিনষ্ট হয়েছে ইটভাটা গুলোর

প্রতিনিধির পাঠানো ছবি

প্রাকৃতিক দুর্যোগ

ঘূর্ণিঝড় বুলবুল

সিরাজদিখানে ইটভাটায় আড়াই কোটি টাকা ক্ষতি

  • সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০১৯

ঘূর্ণিঝড় বুলবুল'র কারণে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজলোর বালুরচর, বাসাইল কেয়াইন ইউনিয়নের প্রায় ৪৯ টি ইটভাটার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বৃষ্টিতে ভিজে কাঁচা ইট বিনষ্ট হয়ে ইটভাটা গুলোর অন্তত আড়াই কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন মালিকপক্ষ। গত শুক্রবার শুরু হওয়া বৃষ্টির কারণে অলস সময় কাটিয়েছেন ইটভাটা গুলোর প্রায় ১৬ হাজার শ্রমিক।

ইটভাটা মালিকরা জানান,টানা কয়েকদিনের বৃষ্টির কারনে কাঁচা ইট আগুনে পোড়ানো যায়নি। আবার অঝোর ধারায় বৃষ্টি হওয়ায় কাঁচা ইট ভিজে একাকার হয়ে গেছে। ইটভাটার শ্রমিকরাও কাজে যোগ দিতে পারেননি। এতে তাদের আয় রোজগার হয়নি।

উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, ঘূর্ণিঝড় বুলবুল'র কারনে গত শুক্রবার থেকে শুরু হঘগহওয়া টানা বৃষ্টিতে কাঁচা ইট বিনষ্ট হয়ে যায়। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতির সম্মুখিন হয়েছেন উপজেলার প্রায় ৪৯ টি ইটভাটার মালিক। বৃষ্টিতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন ইটভাটার মালিকরা।

উপজেলার বালুচরের নুর ব্রিকফিল্ডের মালিক মো.সামছুল মোল্লা বলেন, আমার ৩ টি ইটভাটায় প্রায় ৯ লাখ টাকার কাঁচা ইট বৃষ্টিতে বিনষ্ট হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলনে,বর্ষাকালীন অন্যান্য দুর্যোগ এখন বাকী এর আগেই ঘূর্ণিঝড় বুলবুল'র কারনে টানা বৃষ্টিতে অপ্রত্যাশিত ক্ষতির মধ্যে পড়তে হয়েছে আমাদের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads