• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বাড়ছে পানি বাড়ছে দুর্ভোগ

ছবি: বাংলাদেশের খবর

প্রাকৃতিক দুর্যোগ

বাড়ছে পানি বাড়ছে দুর্ভোগ

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১১ জুলাই ২০২০

পাহাড়ী ঢল ও ভারী বর্ষণের কারণে নয়দিন পর শুক্রবার থেকে ফের যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ১২ সে.মি পানি বৃদ্ধি পেয়েছে।

পানি বাড়ায় নতুন করে বসতভিটা তলিয়ে যাওয়া দুর্ভোগ বাড়ছে বন্যা কবলিতদের। অন্যদিকে, ভাঙ্গন শুরু হওয়ায় নির্ঘুম রাত কাটছে নদীর তীরবর্তী মানুষের। নতুন করে পানি বাড়ায় জেলার ৩৩টি ইউনিয়নের নিম্ঞ্চালের প্রায় ২১৬টি গ্রাম প্লাবিত হয়ে পড়ছে। নীচুর এলাকার বসতবাড়ী ফের তলিয়ে যাচ্ছে। বিশেষ করে বন্যাকবলিত মানুষগুলোর ফসল নষ্ট হওয়ায় চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। করোনার মধ্যে বন্যা কবলিত এলাকার মানুষের কর্ম না থাকায় খাবারের সংকট দেখা দিয়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। কষ্টে থাকলেও জনপ্রতি কেউ তাদের খোজ নিচ্ছে না। সরকারীভাবে যে সহায়তা প্রদান করা হয়েছে তা অধিখাংশ মানুষের ঘরে পৌছেনি। এ নিয়ে মানুষের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

অন্যদিকে, পানি বাড়ার সাথে সাথে অরক্ষতি যমুনা তীরে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। প্রতিদিন চৌহালী, এনায়েতপুর, কাজিপুর এলাকায় ভাঙ্গনে বসতভিটা ও ফসলী জমি বিলীন হয়ে যাচ্ছে। ভাঙ্গনকবলিতরা আতঙ্কে নির্ঘূম রাত পার করছে। ভাঙ্গনকবলিতরা দ্রুত ভাঙ্গনরোধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads