• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
রাজীব মীর আর নেই

চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রাজীব মীর

ছবি: সংগৃহীত

শোক সংবাদ

রাজীব মীর আর নেই

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২১ জুলাই ২০১৮

চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, লেখক রাজীব মীর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে গ্লিনিগলস গ্লোবাল হেলথ সিটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী রাজীব মীর।

রাজীব মীরের পরিবারের সদস্যরা জানান, রাজীব মীর লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসকরা দ্রুত লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেন। এ জন্য ৯০ লাখ টাকার প্রয়োজন ছিল। এই অর্থের বেশির ভাগ রাজীবের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা দেন। লিভার প্রতিস্থাপনের প্রয়োজনীয় অর্থ  হাসপাতালে জমাও দেওয়া হয়েছিল। রাজীবের অস্ত্রোপচারের জন্য গত শনিবার সময় নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে হার্ট অ্যাটাক হয় তাঁর। ফলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

রাজীবের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads