• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
জাতীয় দলের সাবেক খেলোয়ার রিয়াজ আলম খান চৌধুরী তানভীর আর নেই

জাতীয় দলের সাবেক খেলোয়ার রিয়াজ আলম খান চৌধুরী তানভীর

ছবি : বাংলাদেশের খবর

শোক সংবাদ

জাতীয় দলের সাবেক খেলোয়ার রিয়াজ আলম খান চৌধুরী তানভীর আর নেই

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ অক্টোবর ২০১৮

নাটোরের কৃতি ফুটবলার আহত জাতীয় দলের সাবেক খেলোয়ার রিয়াজ আলম খান চৌধুরী তানভীর (৩৯) মৃত্যু বরণ করেছেন।

মঙ্গলবার সকাল সোয়া ১১ টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি তার মা, স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এক সময়ের জাতীয় দলের দাপুটে ফুটবলার হিসেবে তিনি ভারত, পাকিস্থান, নেপাল, শ্রীলংকা, ওমান, কাতার, লন্ডন সহ ১৪ টি দেশে জাতীয় দলের খেলোয়ার হিসেবে ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছেন।

এই কৃতি খেলোয়ার গত ২০০৫ সালের ১৯ মে নাটোর শহরের কানাইখালীস্থ তার নিজ বাড়ি থেকে দেশ ট্রাভেলসের একটি কোচে ঢাকা যাওয়ার সময় গুরুদাসপুরের কাছিকাটা এলাকায় বিপরীতমুখি একটি ট্রাকের সাথে সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন। তাকে রাজশাহী, ঢাকা সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তিনি পঙ্গু হয়ে নিজ বাড়িতে অবস্থান করছেলেন। এর পর থেকে তিনি প্রতিনিয়ত নাটোর সদর হাসপাতালে চিকিৎসা নিতেন।

মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষনিকভাবে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১১ টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে নাটোরের ক্রীড়া অঙ্গনের সদস্য সহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads