• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড.ওয়াহিদ উদ্দিন আহমেদ আর নেই

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড.ওয়াহিদ উদ্দিন আহমেদ

ছবি : বাংলাদেশের খবর

শোক সংবাদ

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড.ওয়াহিদ উদ্দিন আহমেদ আর নেই

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ নভেম্বর ২০১৮

চাঁদপুরের মতলব উওর উপজেলার মোহনপুর ইউনিয়নের পাচানী গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ের (বুয়েট) সাবেক ভিসি, কয়েকটি প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সাবেক সভাপতি, অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন আহমেদ ৩ নভেম্বর শনিবার রাত ( শুক্রবার দিন গিয়ে রাতে) ১২.৪০ মিনিটে না ফেরার দেশে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মরহুম ড. ওয়াহিদ উদ্দিন আহমেদ মতলব উত্তর উপজেলার পাঁচ আনী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি ছিলেন।

মরহুমের নামাজে জানাযা রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকার বুয়েট খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ সোমবার (৬ নভেম্বর) বাদ আছর নিজ জন্মস্থান মতলব উওর উপজেলার মোহনপুর ইউনিয়নের পাঁচানী গ্রামে আনা হবে বলে ঘনিষ্ট জন সুত্রে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads