• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বিএনপি নেতা তরিকুল ইসলাম আর নেই

বিএনপি নেতা তরিকুল ইসলাম

সংগৃহীত ছবি

শোক সংবাদ

বিএনপি নেতা তরিকুল ইসলাম আর নেই

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ নভেম্বর ২০১৮

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম আর নেই। আজ রোববার বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, প্রয়াত নেতা তরিকুল ইসলামের জানাজা আগামীকাল সোমবার সকাল ১০ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এরপর সোয়া এগারোটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় জানাজা শেষে মরদেহ যশোরে নেয়া হবে। সেখানে যশোর ঈদগাঁ মাঠে বিকাল ৪ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তরিকুলের মরদেহ দাফন করা হবে।

সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগে ভুগছিলেন।

গত ১০ অক্টোবার রাতে তার অবস্থার অবনতি হলে দ্রুত রাজধানীর আজগর আলী হসপিটালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে পরে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয় তরিকুলকে।

তরিকুল ইসলাম ১৯৪৬ সালের ১৬ নভেম্বর যশোর শহরে জন্মগ্রহণ করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads