• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ভাষাসৈনিক ওসমান গণি আর নেই

ভাষাসৈনিক ওসমান গণি

ছবি : সংগৃহীত

শোক সংবাদ

ভাষাসৈনিক ওসমান গণি আর নেই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ মার্চ ২০১৯

ভাষাসৈনিক, বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক ও চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ওসমান গণি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ‌ইন্তেকালকরেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রবিবার বাদ আসর ভাষা সংগ্রাম কমিটির অন্যতম এই সদস্যের জানাজা শেষে শহরের রেহাইচর ঈদগাহ কবরস্থানে দাফন করা হবে।

এদিকে ওসমান গণির মৃত্যুতে বুদ্ধিজীবী, আইনজীবী, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র ছিলেন ওসমান গণি। তিনি ছিলেন ভাষা সৈনিক আব্দুল মতিনের অন্যতম সহযোগী। ১৯৫২ সালে মাতৃভাষা প্রতিষ্ঠায় ১৪৪ ধারা ভাঙেন তিনি। তবে ভাষার জন্য লড়াই করা এই বীর মৃত্যুর আগ পর্যন্ত পাননি একুশে পদক কিংবা রাষ্ট্রীয় মর্যাদা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads