• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সাংবাদিক জাকারিয়া মুক্তা আর নেই

ছবি : সংগৃহীত

শোক সংবাদ

সাংবাদিক জাকারিয়া মুক্তা আর নেই

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ জুন ২০১৯

জ্যেষ্ঠ সাংবাদিক ও সময় টেলিভিশনের বার্তা সম্পাদক জাকারিয়া মুক্তা ব্রেন স্ট্রোকে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫০ বছর।

সময় টেলিভিশনের হেড অব নিউজ তুষার আবদুল্লাহ তার মৃত্যুর কথা নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতাল থেকে জাকারিয়া মুক্তার মরদেহ রাতেই সময় টেলিভিশনের কার্যালয়ে নেওয়া হবে। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে।

জাকারিয়া মুক্তা দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

নীলফামারীতে জন্ম নেওয়া এই জ্যেষ্ঠ সাংবাদিক বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) সাবেক সভাপতি ছিলেন জাকারিয়া মুক্তা।

জাকারিয়া মুক্তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেক সাংবাদিককে শোক প্রকাশ করতে দেখা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads