• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সৌদি আরবে অগ্নিদগ্ধে প্রাণ গেল মনোহরদীর বোরহান উদ্দিনের

নিহত বোরহান উদ্দিন (২৫)

প্রতিনিধির পাঠানো ছবি

শোক সংবাদ

সৌদি আরবে অগ্নিদগ্ধে প্রাণ গেল মনোহরদীর বোরহান উদ্দিনের

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ নভেম্বর ২০১৯

নরসিংদীর মনোহরদীর বোরহান উদ্দিন (২৫) নামে এক যুবক সৌদি আরবে অগ্নিদগ্ধ হয়ে  মারা গেছেন।

গত রোববার দিবাগত রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন (২৫) উপজেলার বড়চাপা ইউনিয়নের উরুলিয়া গ্রামের আলী আকবরের ছেলে। তিনি রিয়াদে ইমামা নামের একটি কোম্পানিতে চাকরি করতেন।

বোরহানের পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় এসে রাতের খাবার শেষে সহকর্মীকে নিয়ে ঘুমিয়ে পড়েন বোরহান। রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে আগুন লেগে তা ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় বোরহান উদ্দিন ও তার সহকর্মীর মৃত্যু হয়।

অগ্নিদগ্ধের খবর পেয়ে বোরহানের গ্রামের প্রতিবেশী মহর আলী ঘটনাস্থলে গিয়ে বোরহানের লাশ শনাক্ত করেন। পরে বোরহানের পরিবারকে ফোন করে বিষয়টি জানান মহর আলী। তবে বোরহানের সঙ্গে মারা যাওয়া ব্যক্তির পরিচয় সম্পর্কে তারা কিছু জানাতে পারেননি।

নিহত বোরহানের চাচা আবু তাহের ছিদ্দিকী বলেন, বোরহানের পারিবারিক স্বচ্ছলতা আনতে প্রায় ৪ বছর আগে শ্রমিক ভিসায় সৌদি আরবে পাড়ি দেয় বোরহান। ওখানে ৩ বছর চাকুরী শেষে ছুটি নিয়ে দেশেও আসে সে। দেশে এসে বিয়ে করে দুই মাস পর আবারও ফিরে যায় সৌদি আরবে।

এদিকে নব বিবাহিতা বোরহানের স্ত্রী লিজা স্বামীর এই অকাল মৃত্যুতে বারবার মুর্ছা যায়। তিনি বলেন, বিয়ের দুই মাসের মাথায় কর্মস্থলে ফিরে গিয়েছেন তাঁর স্বামী। বিয়ের মাত্র ২ মাস ঘর সংসার করেছি। এরই মধ্যে স্বাামীকে আল্লাহ নিয়ে গেলো। আমি শেষবারের মতো তার মুখটা দেখতে চাই। তাই তার মরদেহটি দেশে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করি।

এদিকে সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন বোরহানের মা-বাবা। তাঁরা লাশ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা চাচ্ছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads