• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
চিরনিদ্রায় শায়িত বাংলাদেশের খবরের সুমন

ছবি: বাংলাদেশের খবর

শোক সংবাদ

চিরনিদ্রায় শায়িত বাংলাদেশের খবরের সুমন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর ২০১৯

বড় অসময়ে চলে গেলেন দৈনিক বাংলাদেশের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক আজাদ হোসেন সুমন। প্রত্যেক প্রাণীর মৃত্যু অনিবার্য, তারপরও ৫২ বছর বয়সী আজাদ হোসেনের এ প্রাণবন্ত জীবনের অবসান মেনে নিতে পারছে না বাংলাদেশের খবর পরিবার। এমনকি শোকে বিহ্বল সাংবাদিক সমাজও। অনেক দিন ধরেই মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে ভুগছিলেন আজাদ হোসেন সুমন। চিকিৎসা চলছিল রাজধানীর স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে। সর্বশেষ গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় দুই দফায় মস্তিষ্কে রক্তক্ষরণের সঙ্গে হূদরোগে আক্রান্ত হয়েছিলেন এ পেশাদার সাংবাদিক। পরে তাকে নেওয়া হয় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে। এখানেই গত মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে পুরোপুরি পরাজিত হয়ে যান বেঁচে থাকার কঠিন সংগ্রামে। তার মৃত্যুর খবরে নেমে আসে শোকের ছায়া।

নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে রাতেই তার মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে। এরপর সারা রাত ধরে সেখানে ছুটে গেছেন তার আত্মীয়স্বজন, সাংবাদিকসহ অসংখ্য গুণগ্রাহী। এরপর গতকাল বুধবার বেলা ১১টায় তার মরদেহ নেওয়া হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ), যেখানে একসময় কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। যেখানে ছিল তার নিত্যদিনের আনাগোনা।

ডিআরইউ চত্বরে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে ডিআরইউ, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ (ক্র্যাব) বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রতিশ্রুতি দেন তার পরিবারের পাশে থাকার।

জানাজা শেষে সব সংগঠনের পক্ষ থেকে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন নেতারা। এ সময় সেখানে দীর্ঘদিনের ও শেষ কর্মস্থল বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিনসহ অন্য সহকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া আজাদ হোসেন সুমনের আগের কর্মস্থল দৈনিক আমাদের অর্থনীতি, নবচেতনা, আজকের কাগজের সহকর্মীরা ছিলেন শোকে বিহ্বল। সবাই এ সাংবাদিকের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন। 

এদিন বাদ জোহর দ্বিতীয় জানাজা নামাজ শেষে কেরানীগঞ্জের নজরগঞ্জের কসাইভিটা কবরস্থানে দাফন করা হয় আজাদ হোসেনকে। সেখানেও দাফনের আগে সন্তান, স্বজন, সহকর্মী, সুহূদসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেন। বিশেষ করে তার চলে যাওয়ায় খবরে নিজ এলাকা কেরানীগঞ্জে তার সহপাঠী ও বন্ধুরা ছুটে আসেন নামাজে জানাজায়। কেরানীগঞ্জ প্রেস ক্লাবের এ সদস্যের জন্য সেখানকার সাংবাদিকদের উপস্থিতি ও শোক ছিল। সবমিলিয়ে তার অন্তিম যাত্রায় আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।

আজাদ হোসেন সুমন দীর্ঘদিন অপরাধ বিষয়ে সাংবাদিকতা করেছেন। তিনি ক্র্যাবের সিনিয়র সদস্য। আর অপরাধবিষয়ক এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads