• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সৈয়দা রহিমা বেগম আর নেই

ফাইল ছবি

শোক সংবাদ

সৈয়দা রহিমা বেগম আর নেই

  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ জানুয়ারি ২০২০

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষাসৈনিক মরহুম অ্যাডভোকেট আবদুস সামাদের স্ত্রী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন এবং আন্তর্জাতিক আলোকচিত্রী ও গবেষক ওবায়েদুল্লাহ মামুনের মা সৈয়দা রহিমা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

শুক্রবার দুপুরে পুরাতন জেল রোডের বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার জ্যেষ্ঠ ছেলে মোহাম্মদ হোসেন ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যার শিকার সাত ছাত্রের একজন।

সৈয়দা রহিমা বেগম ষাট দশকের প্রগতিশীল নারী নেত্রী। স্বামীর পয়ষট্টি বছরের প্রগতিশীল রাজনৈতিক জীবনের সহায়ক শক্তি হয়ে তিনিও শোষিত মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন।

তার ছেলে জেলা যুবলীগের সহ-সভাপতি এহসান উল্লাহ মাসুদ জানান, তার নামাজে জানাজা আজ শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ার টেংকের পাড় ময়দানে, বাদ আসর সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে স্বামী আবদুস সামাদ এবং ছেলে মোহাম্মদ হোসেনের কবরের পাশে দাফন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads